তালা প্রতিনিধি : এক সপ্তাহের ব্যবধানে তালা কাঁচা বাজারে শাক সবজির দাম বেড়েছে কয়েকগুণ। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে সকল প্রকার স্থানীয় সবজির দাম বৃদ্ধিতে ক্রেতাদের কাছে বিক্রেতাদের জবাবদিহি করতে হচ্ছে। দিনদিন ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবজি বাজার। বাজারে আসলে ক্রেতাদের মন পুড়ছে কষ্টে। আধা ব্যাগে ফিরছেন বাড়িতে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও প্রাকৃতিক দুর্যোগ কারণ দেখিয়ে আমদানি খরচ বৃদ্ধির কারণে বন্যায় সবজি ক্ষেত পানিতে তলিয়ে ও পঁচে যাওয়া, নানা বিধি কারণ সামনে এনে বাজারে সবজি আমদানি করতে খরচ বেশি হচ্ছে বলেই দাম বৃদ্ধির কারণ বলে জানান খুচরা বিক্রেতারা। নানা বিধি কারণে পাইকারি বাজারে গিয়ে সঙ্কটে পড়ছেন খুচরা বিক্রেতারা। দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা বাজারে গিয়ে তাদের ইচ্ছে মতো সবজি কিনতে পারছেন না বলে জানান।
শুক্রবার সকালে তালা উপজেলা সদরের সবজি বাজারে চিত্র ছিল অন্যরকম। দামে নাজেহাল হতে দেখা গেছে সবজি ক্রেতাদের। চড়া দামের কারণে দিশেহারা হয়ে পড়েছেন ক্রেতারা। জেলার তালা উপজেলায় সব সময় সবজি চাষে বিখ্যাত। এবছর সকল সবজি চাষে বাম্পার ফলন হয়েছে। এত ফলন হওয়ার পরেও দাম কম নেই সবজির। উপজেলা বারোটি ইউনিয়নে মধ্যে দুটি ইউনিয়নে সবজির ক্ষেত পানিতে তলিয়ে গেছে। বাকি ১০টি ইউনিয়নেও পানিতে কিছু কিছু সবজির ক্ষেত তলিয়ে সবজি নষ্ট হয়ে গেছে। লাফিয়ে লাফিয়ে কাঁচা মরিচ, পটল, ঢেঁড়শ, করলা, ঝিঙ্গে, বেগুনসহ বিভিন্ন লোকাল শাক সবজির দাম অনেকটাই বেড়েছে। আর তাতেই চরম বিপাকে পড়তে হচ্ছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের।
তালা উপজেলার সদর, জাতপুর, ভায়ড়া, খেজুরবুনিয়া, খলিলনগর, খলিষখালী, জেঠুয়া, মুড়াগাছাসহ বিভিন্ন বাজারগুলতে বেগুন কেজি প্রতি ১২০টাকা, পটল ৬০ টাকা কাচা কলা ৮০ টাকা, লাউ ৫০-৭০ টাকা পিচ,মুখি কচু ৮০ টাকা, আলু ৬০ টাকা, কচু ৬০ টাকা, পেঁপে ৩৫ টাকা, কাচা মরিচ ৫০০ টাকা, ওল ৮০ টাকা, বাধা কপি ৮০ টাকা কেজিসহ সকল শাক সবজির দাম আকাশছোঁয়া। এদিকে গত সপ্তাহে প্রতি কেজির দাম ১০ থেকে ১৫টাকা ছিল। সপ্তাহের ব্যাবধানে বাজারগুলিতে যা ইচ্ছে তাই হচ্ছে।
তালার সবজি বাজারে সবজি ক্রেতা মোঃ বেলাল হোসেন জানান, এক সপ্তাহ আগে ব্যাগ ভরে বাজার করেছি। কিন্ত আজ ব্যাগের হাফটা ভরেছে। কাচা মরিচ, পটল, করলা, ঝিঙে, টমেটোসহ বিভিন্ন শাক সবজির দাম কয়েকগুন বেড়েছে। আরেক ক্রেতা জানান কোন আয় নেই তার পর শাক সবজির এত দাম কি ভাবে সংসারের খরচ করবেন তারা। এদিকে খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন পাইকারী বাজারে দাম চড়া থাকার জন্য তারা দাম বাড়িয়ে দিয়েছেন কেজি প্রতি ৫-১০ টাকা। তালা উপজেলা সহ দেশে বন্যা থাকায় সবজি ক্ষেত পানিতে পচে নষ্ট হয়ে যাওয়া এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে সবজির দামে প্রভাব পড়েছে।
এদিন তালার সবজি বিক্রেতা আব্দুল খালেক, রিপন ও জাকির হোসেন জানান, পাইকারি বাজার থেকে ক্রয়ের উপর নির্ভর করে খুচরা বিক্রি করতে হচ্ছে। সে কারণে খুচরো বাজার গুলিতে দাম বেশি এছাড়া তারা আরো বলেন সবজি বেশি দামে কিনতে হচ্ছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এদিকে চড়া দামে মাল কেনায় খুচরা ব্যবসায়ীদের কম লাভ হচ্ছে বলে তারা জানান অপর দিকে ক্রেতারা অতিরিক্ত দামে সবজি ক্রয় করতে পারছে না তাদের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। অপরদিকে দিকে পাইকারী বিক্রেতাদের দাবী সবজি পাওয়া যাচ্ছে না, বাজারে সবজি সংকট দেখা দিয়েছেন। তবে সবজির বাজার মনিটারিং থাকলে কিছুটা দাম নাগালের থাকতো বলে মনে করেন সাধারণ মানুষ।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, অত্র এলাকায় অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। যে কারণে দাম বৃদ্ধি পেয়েছে।
তালায় সবজি বাজারে অগ্নিমূল্যে দিশেহারা ক্রেতা!
প্রকাশিতঃ অক্টোবর ১৮, ২০২৪, ১৫:১০
Leave a Reply