তালা প্রতিনিধি : তালা উপজেলার খলিষখালীতে নারিকেল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পর্শে আকাশ সরকার(১৪) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার রাতে দলুয়া শহীদ জিয়া কলেজের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় তার। নিহত আকাশ সরকার খলিষখালী ইউনিয়নের টিকারামপুর গ্রামের মনো সরকারের ছেলে। সে দলুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র।
স্থানীয়রা জানায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে নারিকেল পাড়তে দলুয়া কলেজের ছাদে ওঠে আকাশ। ওই সময় অসাবধান বশত মেইন লাইনের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পর্শে নিচে পড়ে গেলে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।
খলিষখালী ইউপি চেয়ারম্যান মোল্যা সাবীর হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তালায় বিদ্যুৎস্পর্শে স্কুল ছাত্রের মৃত্যু
প্রকাশিতঃ অক্টোবর ২৯, ২০২৪, ২২:০৪
Leave a Reply