তালা প্রতিনিধি : তালা উপজেলা সমিতি, ঢাকা’র ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে একযোগে উপজেলার বিভিন্ন গ্রামে বন্যা কবলিতদের জন্য উপহার হিসেবে তালা সমিতির পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করা হয়। শনিবার ও শুক্রবার দিনভর চলে তালা উপজেলা সমিতির এ কার্যক্রম। ইসলমাকাটি ও খেশরা ইউনিয়নের হরিহরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫০জন সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা করা হয়। তালা সমিতির অর্থায়নে এবং তত্ত্বাবধানে বাস্তবায়িত এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এইচএমএস মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মইনুল ইসলাম গোলদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এমএ গফুর। সমিতির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং কার্যকরী সদস্য মেহেদী হাসান সাগরের সার্বিক পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা উপজেলা সমিতির উপদেষ্টা হাফেজ দিদারুল ইসলাম, সমিতির সমাজ কল্যাণ সম্পাদক সানজিদুল হাসান, মাতাব উদ্দিন শহীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।
তালায় বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান
প্রকাশিতঃ অক্টোবর ১৯, ২০২৪, ১৫:৪৪
Leave a Reply