তালায় প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার

প্রকাশিতঃ নভেম্বর ২২, ২০২৪, ১৫:৩০

তালা প্রতিনিধি : তালায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক দু’দিনব্যাপি সেমিনার শুক্রবার (২২ নভেম্বর) সম্পন্ন হয়। বৃহস্পতিবার তালা শিল্পকলা একাডেমি হলরুমে উপজেলা প্রশাসন ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে সেমিনারে সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক শেখ মোঃ রাসেল। প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বিসিএসআইআর সাইন্টিফিক অফিসার মো. আমিন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সরদার, উপজেলা কৃষি অফিসার হাজিরা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, সমাজসেবা অফিসার মনোজ কান্তি রায় প্রমুখ। এ সময় বিভিন্ন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply