তালা প্রতিনিধি : “দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীম বাংলাদেশ” এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার তালায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১ নভেম্বর (শুক্রবার) সকালে তালা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে র্যালি বের হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, সনদপত্র ও গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেল। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ কুমার বিশ^াসরে সভাপতিত্বে ও সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমিজ ফাউন্ডেশনের পরিচালক অচিন্ত্য সাহা, শিশুতীর্থ স্কুলের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, তরুণ উদ্যোক্তা মাছাদুজ্জামান ও লাকি আক্তার প্রমুখ। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সার্টিফিকেট ও গাছের চারা বিতরণ করেন। এ সময় ২২ জন সদস্যর মাঝে ২০ লক্ষ টাকার চেক প্রদান করা হয়।
তালায় জাতীয় যুব দিবস পালিত
প্রকাশিতঃ নভেম্বর ১, ২০২৪, ১৬:১৯
Leave a Reply