ভয়েজ ডেস্ক : খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত রেজিস্ট্রারের (অতিরিক্ত) দায়িত্ব পেলেন প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান।
খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর খান গোলাম কুদ্দুস রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) পদ থেকে পদত্যাগ করায় তদস্থলে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন এর প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমানকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রেজিস্ট্রার এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো।
আজ বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) উপ রেজিস্ট্রার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এ দায়িত্ব তিনি তাঁর নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে পালন করবেন তবে তিনি এ দায়িত্ব পালনের জন্য দায়িত্ব ভাতাসহ অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন না। এ আদেশ তাঁর যোগদানের তারিখ থেকে কার্যকর বলে গণ্য হবে। উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগপ্রাপ্ত হলে তিনি পরবর্তীতে এ বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত নিবেন।
Leave a Reply