ভয়েজ ডেস্ক : ঝিনাইদহে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ২০২৩-২৪ অর্থবছরের আওতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের মেয়েদের আত্ম-রক্ষার্থে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ ব্যাডমিন্টন কোর্টে মাসব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী। সেসময় যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, জাইকার প্রতিনিধি মোস্তাফিজুর রহমান ও সেতোকান কারাতে দো ঝিনাইদহের পরিচালক কাজী আলী আহাম্মেদ লিকু সহ অন্যান্য উপস্থিত ছিলেন। মাসব্যাপী কারাতে প্রশিক্ষণে অংশ নেয় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ২৯ জন মেয়ে শিক্ষার্থী।
ঝিনাইদহে মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ
প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৯, ২০২৪, ১৭:১৬
Leave a Reply