ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১৬, ২০২৪, ১৯:১২

ভয়েজ ডেস্ক : ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু হয়েছে । আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের শূড়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতদের পরিচয়- মুকাদ্দেস মোল্ল্যা (৬০), মোঃ জুলহাসের মেয়ে রেশমা খাতুন (৪৫) এবং মোকাদ্দেস হোসেনের মেয়ে হাসিনা বেগম (৫৫) ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বিকেলে বৃষ্টির মধ্যে নিজ বাড়ীর পিছনে অবস্থিত পেপে গাছটি পড়ে যাওয়ায় মুকাদ্দেস মোল্ল্যা সেই গাছ তুলতে যেয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় । পরবর্তীতে তিনি বাড়ী না ফিরে এলে স্বজনরা তাকে খুজতে থাকে । আজ সকালে মুকাদ্দেসের বড় ভাইয়ের স্ত্রী হাসিনা বেগম ও বৌমা রেশমা খাতুন তাকে দেখতে পেয়ে উদ্ধার করতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পর ঘটনা জানাজানি হলে, স্বজন ও এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন ।

সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ তাপস কুমার জানান, হাসপাতালে আসার পূর্বেই তাদের মৃত্যু হয়েছে ।

সদর থানার ওসি শাহীন উদ্দীন জানান, ঘটনা শোনার পর আমাদের ফোর্স হাসপাতালে রওনা দিয়েছে । তবে এখনও পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ দেইনি ।

Leave a Reply