জীবননগর ( চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জেলার জীবননগর থানা হেফাজত থেকে মনোয়ারা খাতুন (৩০) নামের এক মাদক মামলার আসামী পালানোর ঘটনায় পুলিশের এক উপ- পরিদর্শক ( এস আই) সহ তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
এ ঘটনায় অনুসন্ধানে চুয়াডাঙ্গা জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ( দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন জীবননগর থানার উপ – পরিদর্শক ( এস আই) পবিত্র মন্ডল কনেস্টেবল সোলাইমান খান ও নারী পুলিশ সদস্য মিতা খতুন। গত বৃহস্পতিবার রাতে( ৩১ শে অক্টোবর) চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদন্নোতি প্রাপ্ত) রিয়াজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন কর্তব্যে অবহেলার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে পাঠানো হয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় অনুসন্ধান চলছে। এ ঘটনায় অনুসন্ধান করতে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তিনি আরো বলেন ঘটনাটি ঘটেছে ভোর বেলা। এ সময় শৌচাগারের কথা বলে পালিয়েছ ওই নারী আসামী । পালানোর ঘটনায় তার বিরুদ্ধে পেনালকোডে আরো একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে গ্রেফতারের অভিযান চলছে। আসামি মনোয়ারা খাতুন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার জলিলপুর গ্রামের শাজাহান মন্ডলের মেয়ে।এর আগে মহেশপুর ব্যাটেলিয়ান ( বি জি বি ৫৮) জীবননগর উপজেলার গোয়াল পাড়া গ্রামে অভিযান চালিয়ে ৮৪ বতল ফেনসিডিল সহ মনোয়ারা খাতুন ও তার সহযোগী নাজমুল হুদাকে আটক করে জীবননগর থানার হস্তান্তর করেন ওই দিন বি জি বির পক্ষথেকে আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেন। জীবননগর থানা সূত্রে জানা যায় আসামি মনোয়ারা খাতুনকে নারী ও শিশু ডেস্কে রাখা হয়েছিল। সকালে শৌচাগারের যাওয়ার কথা বলে পালিয়ে যান তিনি। তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যরা মাঠে নেমেছেন।
জীবননগরে আসামী পালানোর ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার
প্রকাশিতঃ নভেম্বর ১, ২০২৪, ১৪:০৩
Leave a Reply