জীবননগর( চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার জীবননগরে সিমান্ত ইউনিয়নের ঘাড়কাঠি মাঠে অজ্ঞাত এক ব্যাক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ
শনিবার দুপুরের দিকে সিমান্ত ইউনিয়নে মেদিনিপুর মঠের বিলের পাশে এঘটনা ঘটে।
স্থানীয় জনগন বলেন আমরা সিমান্তের মেদিনি পুর মাঠে কাজ করতে আসার পর দুর্গন্ধ পাই, পরে দেখি বিলের কচুরি পানার ভিতর থেকে দুর্গন্ধ আসছে, কাছাকছি যাওয়ার পর দেখি অর্ধগলিত লাশ পরে পুলিশকে খবর দিলে পুলিশের একটি টিম ঘটনা স্থলে এসে মরা দেহ উদ্ধার করে।
এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন বিশ্বাস বলেন লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে তবে নিহতের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
ময়না তদন্তের পরে মৃত্যুর কারণ যানা যাবে বলে যানান তিনি।এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জীবননগরে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
প্রকাশিতঃ অক্টোবর ২৬, ২০২৪, ১৬:৩৬
Leave a Reply