ক্রীড়া ডেস্ক : পাকিস্তান প্রথম ইনিংসে ৮৬.১ ওভারে ২৭৪/১০ (মীর হামজা ০*, আগা সালমান ৫৪, আবরার ৯, আলী ২, খুররাম শাহজাদ ১২, বাবর আজম ৩১, মোহাম্মদ রিজওয়ান ২৯, আব্দুল্লাহ ০, শান মাসুদ ৫৭, সাইম আইয়ুব ৫৮, সৌদ শাকিল ১৬)
বাংলাদেশ প্রথম ইনিংসে ৭৮.৪ ওভারে ২৬২/১০ (হাসান ১৩*; নাহিদ ০, লিটন ১৩৮, জাকির ১, সাদমান ১০, শান্ত ৪, মুমিনুল ১, মুশফিক ৩, সাকিব ২, মিরাজ ৭৮, তাসকিন ১)
পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ৪৬.৪ ওভারে ১৭২/১০ (সালমান ৪১*, হামজা ৪*; আবরার ২, আলী ০, রিজওয়ান ৪৩, বাবর ১১, মাসুদ ২৮, সাইম ২০, খুররাম ০, শফিক ৩)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২৭ ওভারে ৯৯/২ (শান্ত ১৮*, মুমিনুল ১২*; জাকির ৪০, সাদমান ২৪)। জয়ের জন্য প্রয়োজন ৮৬।
আগের ওভারেই জীবন পেয়েছিলেন সাদমান ইসলাম। তার পর একই ওভারে চারও মেরেছেন। কিন্তু পরের ওভারে খুররামের বলে সহজ ক্যাচ দিয়ে ফিরেছেন তিনি। সাদমানের বিদায়ে পড়েছে দ্বিতীয় উইকেট। খুররাম শেহজাদের হাফ ভলিতে শান মাসুদকে মিড অফে ক্যাচ দিয়ে ২৪ রানে ফিরেছেন তিনি।
জীবন পেলেন সাদমান
ওপেনিং জুটি ভাঙার পর ১৭তম ওভারে মির হামজার বলে আবারও উইকেট হারাতে বসেছিল বাংলাদেশ। ওপেনার সাদমান ব্যাক অব লেংথের বলে আলগা শট খেলতে গিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন। কিন্তু সালমান সেটা হাতে জমাতে পারেননি। তখন ১৭ রানে ব্যাট করছিলেন সাদমান।
জাকিরের বিদায়ে ভাঙলো ওপেনিং জুটি
জয়ের লক্ষ্যে গতকালকেই আগ্রাসী সূচনা করেছিলেন ওপেনার জাকির হাসান। শেষ দিনেও সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে একই ধারা অব্যাহত রেখেছিলেন। কিন্তু ১৩তম ওভারে মির হামজার বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি। ফিরেছেন ৪০ রানে। তাতে ভেঙেছে ৫৮ রানের ওপেনিং জুটি।
সিরিজ জয়ের সুবাস নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ
ঐতিহাসিক এক টেস্ট সিরিজ জয়ের অপেক্ষায় বাংলাদেশ। আগের দিন বিনা উইকেটে ৪২ রানে দিন শেষ করেছিলেন দুই ওপেনার। শেষ দিন রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ও শেষ টেস্ট জিততে সফরকারীদের হাতে আছে সবকটি উইকেট।
দেশের বাইরে এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ তে জয়ের নজির আছে একটিই। ২০০৯ সালে সেটি ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তবে চুক্তি নিয়ে ঝামেলায় ক্যারিবিয়ানদের দলটির ছিল দ্বিতীয় সারির। তাই এবারই প্রথম পূর্ণশক্তির দলের বিপক্ষে সিরিজ জয়ের অপেক্ষায় নাজমুল হোসেন শান্তরা। ১০ উইকেটে প্রথম টেস্ট জিতে তারা ইতিহাস গড়েছিল। এবার পাকিস্তানের বিপক্ষে প্রথম সিরিজ জয়ের অপেক্ষা।
পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিন বাংলাদেশের জয়ের মঞ্চ গড়ে দিয়েছিলেন দুই পেসার নাহিদ রানা ও হাসান মাহমুদ। তাতে এবারই প্রথম টেস্টে ১০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন বাংলাদেশর পেসাররা। আর পাকিস্তানে বাংলাদেশের প্রথম পেসার হিসেবে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন হাসান মাহমুদ। পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় ১৭২ রানে। বাংলাদেশ পায় ১৮৫ রানের লক্ষ্য।
আবহাওয়ার কথা মাথায় নিয়ে তার পর দুই ওপেনার জাকির হাসান ও সাদমান আগ্রাসী সূচনা করেন। ৭ ওভারেই তুলে নেন ৪২। আজকেও একই লক্ষ্য নিয়ে মাঠে নেমেছেন তারা।
Leave a Reply