গোয়ালঘর শূন্য পড়ে আছে, হতাশাগ্রস্থ কৃষক জাহিদুল

প্রকাশিতঃ ডিসেম্বর ২০, ২০২৪, ১৪:০৫

ফকিরহাট প্রতিনিধি : বাগেরহাটের ফকিরহাটে এক কৃষকের গোয়ালঘর থেকে ৬টি গরু চুরি হয়ে গেছে। বুধবার গভীর রাতে জেলার ফকিরহাট উপজেলার সাতশৈয়া গ্রামের কৃষক সৈয়দ জাহিদুল ইসলামের বাড়ি থেকে ওই চুরির ঘটনা ঘটে। এখন ওই কৃষকের গোয়ালঘরটি শূন্য অবস্থায় পড়ে আছে। জীবিকার উৎস গরু চুরি হওয়ার ঘটনায় জাহিদুল হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। এখন পর্যন্ত বিভিন্ন এলাকায় খোজাখুজি করেও গরুর সন্ধান মিলাতে পারেনি ওই কৃষক।
৪০ বছর বযসী কৃষক সৈয়দ জাহিদুল ইসলাম জানান, তার বাবা-দাদার সময় থেকে তাদের বাড়িতে গরু লালন-পালন করা হয়। সে নিজে গত ৮ বছর ধরে বাড়িতে গরু লালন-পালন করছেন। তার বসতবাড়ি থেকে মাত্র ৩০ হাত দুরে গরু রাখার গোয়ালঘর। তার মোট ৬টি গরু ছিল। এর মধ্যে ৩টি পূর্ণবয়স্ক গাভী। আর ৩টি ছোট-বড় গাভী ও ষাড়। এর মধ্যে একটি গাভীতে দুধ হচ্ছিল। বিশেষ করে ওই দুধ তার ছোট দুই মেয়কে খাওয়ানো হতে। বুধবার দিনগত রাত ২টার দিকে একবার ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখে গরু ঠিকঠাক আছে। ভোরে ফজরের নামাজ পড়তে উঠে গোয়ালঘরে গিয়ে দেখে গোয়ালঘর শূন্য পড়ে আছে একটি গরুও গোয়াল ঘরে নেই।
সৈয়দ জাহিদুল ইসলাম আরো জানান, সে তার সামান্য জমিতে ধান ও কৃষি চাষ করে। কৃষি ও গরু লালন পালন করে যে অর্থ আয় হয় তাই দিয়েই তারা স্বামী-স্ত্রী ও দুই মেয়ে মিলে তাদের চারজনের সংসারের খরচ চালাতো। তার যে ৬টি গরু চুরি হয়ে গেছে তার বর্তমান বাজার মুল্যে প্রায় চার লাখ টাকা। আগামীতে বড় করে গরুর খামার করার পরিকল্পনা নিয়ে ছিল। কিন্তু চোর তার সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে। এখন কি ভাবে সংসার চলবে এমন চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছে জাহিদুল। এঘটনায় তিনি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর কবীর জানান, গরু চুরির ঘটনায় সৈয়দ জাহিদুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গরু উদ্ধার এবং চোর ধরতে পুলিশের একাধিক টিম বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে। গরু উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করছেন এ কর্মকর্তা।

Leave a Reply