গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় মামা-ভাগ্নে নিহত

প্রকাশিতঃ নভেম্বর ৪, ২০২৪, ১৮:৫০

ডেস্ক নিউজ : গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস এবং ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দ্বীন ইসলাম (২৫) ও মো. হোসাইন (১০) নামের দুইজন নিহত হয়েছেন। তারা সম্পর্কে মামা-ভাগ্নে। এ ঘটনায় একই পরিবারের ছয়জন আহত হয়েছেন।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১টার দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা নামক স্থানে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া মোল্লাবাড়ি গ্রামের আহম্মদ খানের ছেলে দ্বীন ইসলাম এবং তার ভাগ্নে খুলনার তেরখাদা এলাকার মাসুদ মোল্লার ছেলে হুসাইন। নিহত হুসাইন করপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকাগামী রাজীব পরিবহন ও বিপরীত পাশ দিয়ে আসা ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন ঘটনাস্থলেই মারা যান।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আবুল হাশেম মজুমদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকে থাকা একই পরিবারের আটজন আহত হন। স্থানীয়রা গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দ্বীন ইসলাম ও মো. হোসাইনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি ছয়জনের চিকিৎসা চলছে। এ ঘটনায় আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Leave a Reply