ডেস্ক নিউজ : খানজাহানআলী থানার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত গভঃ ল্যাবরেটরি হাই স্কুলের সহকারী শিক্ষক শিউলি থান্দার (৪২) মৃত্যুবরণ করেছেন। তার অকাল মৃত্যুর সংবাদের বিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক এবং ছাত্র-ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে হঠাৎ বুকে ব্যথা উঠলে তার স্বামী তাকে দ্রুত খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ অক্টোবর) সকাল ৮ টায় তার মৃত্যু হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানা যায়।
শারীরিক প্রতিবন্ধী শিউলি থান্দার সামাজিক বিজ্ঞানের শিক্ষক হিসেবে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের কাছে বেশ জনপ্রিয় ছিলেন। ২০১৩ সালে তিনি গভঃ ল্যাবরেটরী হাই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। তার জন্মস্থান খুলনার কয়রা উপজেলার কালিনগর গ্রামে। নিহত শিউলি থান্দারের স্বামী নবকুমার রায়ও একই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তারা নিঃসন্তান ছিলেন।
শিউলি থান্দারের অকাল মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষা পরিবারের পক্ষ থেকে গভীর শোক এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবু হানিফ, সিনিয়র শিক্ষক শামীমা হক, এস এম সাইফুজ্জামান, এস এম তৈমুর রেজা, এস এম জহুরুল ইসলাম, মোঃ লুৎফুর রহমান, মোঃ শামসুর রহমান, অরবিন্দ হালদার, রিক্তা রানী রায়, সঞ্জয় কুমার মন্ডল, প্রতিভা সাহা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তফা যুবাইর আলম অভিষেক মজুমদার, মোঃ সারাফুল ইসলাম, ফারহানা ইয়াসমিন, আল শাহরিয়ার শিমুল, তারিন সুলতানা, লিপি খাতুনসহ বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ।
Leave a Reply