কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার খোকসা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার আমবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান খান ওরখে ইকবাল (৫৫) কে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, গত ১৯-৮-২০২৪ ইং তারিখের বিশেষ আইনে করা মামলায় উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের আমলাবাড়ি গ্রামের মৃত আমানত শেখের ছেলে মনিরুজ্জামান খান ওরফে ইকবাল (৫৫) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিশেষ আইনে মামলা নং – ৩/ ১০৮, তারিখ ১৯-০৮-২০২৪ ইং করার ফলে তাকে গ্রফতার করা হয়।
খোকসা থানার অফিসার ইনচার্জ শেখ মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খোকসা থানা পুলিশের বিশেষ অভিযান চলাকালীন অবস্থায় বিশেষ আইনের মামলার আসামি মনিরুজ্জামান খান ওরফে ইকবাল কে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে আসামি ইকবাল কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
খোকসায় আওয়ামী লীগের সভাপতি গ্রেফতার
প্রকাশিতঃ অক্টোবর ২৮, ২০২৪, ২২:৩৫
Leave a Reply