খুলনা প্রেসক্লাবে বিএনপি নেতৃবৃন্দের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময়

প্রকাশিতঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪, ১১:১৩

ভয়েজ ডেস্ক : খুলনা মহানগর বিএনপি নেতৃবৃন্দের সাথে সাংবাদিকবৃন্দের এক মতবিমিময় সভা গতকাল (শনিবার) দুপুরে ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
খুলনা প্রেসক্লাবের আয়োজনে মতবিনিয়ম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর শাখার আহবায়ক এ্যাড. এস এম শফিকুল আলম মনা। বিশেষ অতিথির বক্তৃতা করেন দলের মহানগর শাখার সদস্য সচিব মোঃ শফিকুল আলম তুহিন।
সভায় সভাপতিত্ব করেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সভা পরিচালনা করেন ক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির খুলনা মহানগর শাখার যুগ্ম-আহবায়ক বদরুল আনাম, সদস্য মাসুদ পারভেজ বাবু ও শেখ সাদী, খুলনা সদর থানা বিএনপির আহবায়ক কেএম হুমায়ুন কবির ও সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ, সদস্য শেখ জামাল উদ্দিন, একরামুল কবীর মিলটন ও ফারুক শেখ।
মতবিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, খুলনা প্রেসক্লাব হচ্ছে খুলনার জনসাধারণের স্বাধীনভাবে মত প্রকাশের একটি জায়গা। কিন্তু বিগত কমিটির নেতৃবৃন্দ এই প্রেসক্লাবকে একটি রাজনৈতিক দলের শাখা অফিসে পরিণত করেছিল। যার কারণেই খুলনা প্রেসক্লাব ক্ষতিগ্রস্থ হয়েছে। এই ক্ষতিগ্রস্থ প্রেসক্লাবের সংস্কারের জন্য খুলনা মহানগর বিএনপির পক্ষ থেকে যথাযথ সহায়তা প্রদান করা হবে। এছাড়া নেতৃবৃন্দ ইতোপূর্বে যেসব পেশাদার সাংবাদিকদের অন্যায়ভাবে তাদের সদস্যপদ বাতিল করা হয়েছে তাদের সদস্যপদ পুনরায় প্রদানের জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন কমিটির প্রতি আহবান জানান। একইসাথে সংবাদিকদের দল মতের উর্দ্ধে থেকে সবাইকে নিয়ে প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে কোনো রাজনৈতিক দলের প্রতি নির্ভরশীল না হওয়ার পরামর্শ দেন।
সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির নির্বাহী সদস্য ও ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির নির্বাহী সদস্য কৌশিক দে, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, খুলনা মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়েনের সভাপতি মোঃ আনিসুজ্জামান, ক্লাব সদস্য এইচ এম আলাউদ্দিন, আবুল হাসান হিমালয়, মোঃ রাশিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক রানা, এহতেশামুল হক শাওন প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির নির্বাহী নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাহেব আলী, ক্লাবের স্থায়ী সদস্য মোঃ জাহিদুল ইসলাম, মোঃ মোজাম্মেল হক হাওলাদার, আনোয়ারুল ইসলাম কাজল, রকিব উদ্দিন পান্নুু, এস এম নূর হাসান জনি, শেখ শামসুদ্দীন দোহা, বাপ্পী খান, মোঃ হুমায়ুন কবীর, কাজী শামীম আহমেদ, মোঃ এরশাদ আলী, এস এম আমিনুল ইসলাম, শেখ আব্দুল হামিদ, মোঃ আসাফুর রহমান কাজল, নাজমুল হক পাপ্পু ক্লাবের ইউজার সদস্য ও সাংবাদিক রকিবুল ইসলাম মতি, আব্দুল্লাহ আল মামুন রুবেল, এস এম বাহউদ্দিন, মোঃ সোহেল রানা, মিলন হোসেন, রায়হান মোল্লা, তুফান গাইনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

Leave a Reply