খুলনা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য ও সাবেক এপিপি এ্যাড. শেখ শামীমসহ ৮ জন কারাগারে

প্রকাশিতঃ জানুয়ারি ১৪, ২০২৫, ১৩:৩৪

ডেস্ক নিউজ : খুলনা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের সাবেক সদস্য, সাবেক এ পি পি ও খুলনা মহানগর তাঁতীলীগের আহবায়ক এডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ সহ ৮ আইনজীবী উচ্চ আদালত থেকে জামিন প্রাপ্ত হলেও পরবর্তীতে প্র্যাক্টিসরত অবস্থায় নিম্ন আদালতে হাজিরা হলে বিজ্ঞ আদালত তাদের কারাগারে পাঠানো নির্দেশ প্রদান করেছেন।
অন্যান্য ব্যাক্তিরা হলেন এ্যাড. তমাল কান্তি ঘোষ, এ্যাড. আল-আমিন, এ্যাড কুদ্দুস,এ্যাড মো: মেহেদী, এ্যাড. জিয়া,এ্যাড সুমন্ত,এ্যাড. টুটুল।

অ্যাডভোকেট শেখ শামীম আহমেদ পলাশ পারিবারিক সূত্রে খুলনা জেলা আইনজীবী পরিষদের সাবেক নির্বাচিত সভাপতি (২০০৭),সাবেক দ্বিতীয় ট্রাইবুনালের বিচারক, খুলনা মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগ জাতীয় কমিটির অন্যতম সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহচর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট চিশতী সোহরাব হোসেন শিকদারের জামাই।

উল্ল্যেখ্য ৪ আগষ্ট ২০২৪ ঘটনার পেক্ষাপটে এ্যাড. মো: এনাম হোসেন বাদীর হয়ে খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম সহ ২৮ জন আসামীর নাম উল্লেখসহ ২০/২৫ জন অজ্ঞাতনমায় মামলা দায়ার করেন।

মামলার অন্যান্য আসামীরা ৫ আগষ্টের পর থেকেই আত্মগোপনে রয়েছেন বলে একটি সূত্রে অবহিত করা হয়েছে।

Leave a Reply