খুলনার কয়রায় হরিণের মাংসসহ আটক ১

প্রকাশিতঃ অক্টোবর ১৩, ২০২৪, ১৬:০৯

বিজ্ঞপ্তি : ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে খুলনার কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার ফয়সাল আল ইমরান ,(এস), বিএন এর নেতৃত্বে নৌবাহিনীর একটি টহল দল ৪ নং কয়রা লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ১০০ কেজি হরিণের মাংস সহ মোঃ ইয়াকুব সানা নামক ০১ জনকে আটক করা হয়। উক্ত অভিযানে কয়রা থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ উক্ত ব্যক্তি কে কয়রা থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে।

Leave a Reply