কুয়েটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গকারী শহীদগণের স্মরণে বৃক্ষরোপন

প্রকাশিতঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ১৪:১৭

ভয়েজ ডেস্ক : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জীবন উৎসর্গকারী বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কুয়েটের সেচ্ছাসেবী সংগঠন ‘ট্রাই’। বিশ্ববিদ্যালয়ের ‘দুর্বার বাংলা’ ভাষ্কর্যের প্রাঙ্গণে মঙ্গলবার সকাল ৯ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নানা প্রজাতির বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের’৯০ ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, কুয়েটের সেচ্ছাসেবী সংগঠন ট্রাই, ড্রিম, এডভেঞ্চার ক্লাব ও কুয়েট ফটোগ্রাফিক সোসাইটি এবং সাধারণ শিক্ষার্থীদের সৌজন্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ সুলতান মাহমুদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, খান জাহান আলী হলের প্রভোস্ট প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, অন্যান্য শিক্ষকবৃন্দ, বৃক্ষ উন্নয়ন কমিটির সভাপতি ও সদস্য সচিব, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং ট্রাই, ড্রিম, এডভেঞ্চার ক্লাব ও কুয়েট ফটোগ্রাফিক সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply