কালীগঞ্জে সাপের কামড়ে নারীর মৃত্যু

প্রকাশিতঃ অক্টোবর ১, ২০২৪, ১৮:২১

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ছোট রায়গ্রামে সাপের কামড়ে শিউলি দাস (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছোট রায়গ্রামের লিটন দাসের স্ত্রী এবং একই গ্রামের সুকুমার দাসের মেয়ে।

ওই নারীর স্বজন শাহ-আলম জানান, সোমবার রাতে ঘরের বারান্দায় শুয়ে থাকা অবস্থায় একটি বিষাক্ত সাপ শিউল দাসকে কামড় দেয়। এরপর পরিবারের লোকজন স্থানীয় ওঝা ডেকে ঝাঁড়-ফুক করাতে থাকেন। অবস্থার অবনতি হলে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত শিউলি দাসের দুই সন্তান রয়েছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু আজিফ জানান , সাপের কামড়ে এক নারীর মৃত্যুর সংবাদ শুনেছি। তবে মৃতের পরিবারের থেকে এখানো থানায় কোন তথ্য জানানো হয়নি।

Leave a Reply