ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে মহিদুল ইসলাম মন্টু নামে এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মহিদুল ইসলাম মন্টু উপজেলার রাখালগাছি ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক।
আজ রোববার (২৭ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ ইউনিয়ন পরিষদ থেকে তাকে আটক করে। তার বিরুদ্ধে হত্যা ও নাশকতার একাধিক মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে শিবির নেতা হত্যা ও বিএনপি অফিস ভাংচুরের মামলা রয়েছে। আটকের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
Leave a Reply