কালিয়া প্রতিনিধিঃ নড়াইলের কালিয়া ৫ হাজার ৫৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে কালিয়া উপজেলা হল রুমে ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে প্রনোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন শীতকালীন পেয়াজ, মুগ, মসুর, খেসারী, ফেলন ও অড়হর ফসলের আবাদ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনা মূল্যে বীজ ও রাসয়নিক সার করা বিতরণ হয়েছে বলে জানিয়েছেন কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিক।
কৃষি কর্মকর্তা ইভা মল্লিক আরো জানান, খেসারি চাষে ৯০০, পেঁয়াজ ৫০, মসুর ৭০০, সূর্যমুখী ১০০, গম ৫০০,চিনা বাদাম ৮০,মুগ ৮০, অড়হর ৪০ ও সরিষা চাষের জন্য ৩ হাজার ১শ জনকে প্রণোদনার আওতায় বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক মোঃ রাশেদুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবু রায়হান, কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, সরকারি শহীদ আব্দুস সালাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ কামাল মাহমুদসহ প্রণোদনার আওতায় সুফল ভোগ ই কৃষকেরা।
Leave a Reply