কাউখালীতে সমবায় দিবস পালিত

প্রকাশিতঃ নভেম্বর ২, ২০২৪, ১৫:১৮

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে শনিবার ০২ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লার সভাপতিত্বে ৫৩ তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য সমবায় শোভা যাত্রা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ অহিদুজ্জামান খান, সমবায় অফিসার কাউখালী, সুমন সরকার, পুলিশ পরিদর্শক, কাউখালী থানা, মোঃ মোস্তাফিজুর রহমান, চেয়ারম্যান, কাউখালী সদর ইউনিয়ন পরিষদ, বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন তালুকদার, সভাপতি, মুক্তিযোদ্ধা সমবায় সমিতি, মোঃ মশিউর রহমান, সভাপতি, বেকুটিয়া সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হিরন, বীর মুক্তিযোদ্ধা আঃ রব, মোঃ শামসুর রহমান মিল্টন, মোঃ সামছুর রহমান মিজান, মোঃ ফারুক হোসেন প্রমুখ। বক্তারা বলেন ‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ, ১৯০৪ সালের সমবায় গঠিত হয়, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সমবায় একটি গুরুত্বপূর্ণ বিষয়, সরকারি বরাদ্ধ খুবই সীমিত, সমবায়ের লোনের টাকা নিয়ে অনেকেই এখন পর্যন্ত পরিশোধ করেননি, দারিদ্রতা দূর করার জন্য হতদরিদ্র গরিব যুব সমাজ ও বেকার মহিলাদের কে নিয়ে সমিতি গঠন করা এবং সাংগঠনিক কার্যক্রম গুরুত্ব দেওয়া প্রয়োজন, একটি সমিতি গঠন করার পরেই দ্রুত ঋণ নেয়ার জন্য ব্যাস্ততা দেখা যায়। কাউখালীতে ১৪০টি সমিতি আছে, তার মধ্যে ৯০টি অচল অকার্যকর, ৫০টি সমিতি চলমান, ইতিমধ্যে কাউখালী ইমাম সমিতির উদ্যোগে একটি সমিতি গঠন করা হয়েছে এবং কাউখালী পপুলার লাইফ ইন্সুরেন্স এর বৈধতা সম্পর্কেও আলোচনা হয়।

 

Leave a Reply