কাউখালীতে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশিতঃ অক্টোবর ২, ২০২৪, ১৭:০৯

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ কাউখালীতে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া ছাত্রের গাছ থেকে পড়ে মৃত্যু হয়। কাউখালী সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আসপদ্দি গ্রামের মোঃ ইব্রাহিম হাওলাদারের একমাত্র পুত্র মোঃ ইসমাইল হাওলাদার (১০)। মোঃ ইসমাইল হাওলাদার আসপদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ছাত্র। জানা গেছে ইসমাইলকে তার বাবা-মা গ্রামেতে বাড়ীতে দাদা-দাদির কাছে রেখে চাকরির সুবাদে অন্যত্র থাকেন। প্রতিদিনের ন্যায় ইসমাইল স্কুল থেকে দুপুরে বাড়ি আসে, পরে সে একটি সুপারি গাছে উঠলে গাছ থেকে পড়ে মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে এবং নাক-মুখ থেকে রক্ত বের হতে থাকে। পরবর্তীতে তার আত্মীয়-স্বজনরা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন। এব্যাপারে কাউখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান স্কুল ছাত্রের মৃতের ঘটনাটি নিশ্চিত করেছেন।

Leave a Reply