ওয়েস্ট ইন্ডিজে রাতে মাঠে নামছে বাংলাদেশ

প্রকাশিতঃ নভেম্বর ১৭, ২০২৪, ১৪:১৭

ক্রীড়া ডেস্ক : সাম্প্রতিক হতাশা ভুলে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে চোখ বাংলাদেশের। এরই মধ্যে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে দেশটিতে পৌঁছে গেছে টিম টাইগার্স। ক্যারিবীয় সফরের একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে রাতে মাঠে নামছে বাংলাদেশ।

অ্যান্টিগার কুলিজ ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় রাত ৮টায় উইন্ডিজ নির্বাচিত একাদশের বিপক্ষে দু’দিনের প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।

এবারের ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দলের দুই সেরা ব্যাটার মুশফিকুর রহিম ও নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ছাড়াই টেস্ট সিরিজে খেলতে নামবে সফরকারীরা। দল ঘোষণার আগেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে ছিটকে যান মুশফিক।

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে আঙুলের ইনজুরিতে পড়েন তিনি। এরপর আফগান সিরিজে শেষ দুই ওয়ানডেতে খেলতে পারেননি।

শান্তকে নিয়েই ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট দল ঘোষণা করে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচে কুঁচকির ইনজুরিতে পড়েন শান্ত। সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি তিনি। ঐ ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দল থেকে বাদ পড়েন শান্ত। তার জায়গায় বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন ডান-হাতি ব্যাটার শাহাদাত হোসেন দিপু।

২০২২ সালে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই ম্যাচের টেস্ট, তিন ম্যাচের টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলেছিল বাংলাদেশ। টেস্ট ও ওয়ানডেতে হোয়াইটওয়াশ এবং টি-টোয়েন্টি ২-০ ব্যবধানে হেরেছিলো টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের ১টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।

এবারের সফরে ২২ নভেম্বর থেকে প্রথম ও ৩০ নভেম্বর থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। ৮ ডিসেম্বর থেকে ওয়ানডে ও ১৬ ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

Leave a Reply