ভয়েজ ডেস্ক : এক লুটেরা, দুর্নীতিবাজ ও খুনি-ডাকাতকে পরিবর্তন করে আরেক ডাকাতকে ক্ষমতায় বসাতে চাই না। আমরা ঐক্য চাই, কিন্তু এই ঐক্যের মাধ্যমে কোনো বাতেল প্রতিষ্ঠিত হোক সেটা চাই না।
দলের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গতকাল শুক্রবার দুপুর বিকেল ৩টায় শহিদ মিনার চত্বরে দৌলতপুর থানার উদ্যোগে গণসমাবেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল এ কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা ও বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
দৌলতপুর থানা সভাপতি সরোয়ার হোসেন বন্দের সভাপতিত্বে ও সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম কাবির এবং সেক্রেটারী মোঃ আলফাত হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শোয়াইব হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মুনতাছির আহমাদ, ইসলামী আন্দোলন নগর সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন ও নগর সেক্রেটারী মুফতি ইমরান হোসাইন।
এ সময় উপস্থিত ছিলেন প্রভাষক আবু গালিব, সাজিদুর রহমান বাপ্পি, মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ ইব্রাহীম খাঁন, আব্দুলাহ আল মামুন, মোঃ মাহাদী হাসান মুন্না, মোঃ লুৎফর রহমান, মোঃ আমজাদ হোসেন, শেখ কাউছার আলী, মাওলানা শেখ ওয়াহিদুজ্জামান, ছাত্র নেতা মোঃ রাকিবুল ইসলাম, মোঃ শাহরিয়ার তাজ, মোঃ ওলিয়ার রহমান বন্দ, }} ২ পাতার ০ কলাম
মুফতী হুসাইন মুহাম্মদ জুম্মান, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ মাসুদুর রহমান, মোঃ শিমুল ব্যাপারী, মোঃ মিলন, আব্দুর রহমান, মোঃ বশির উদ্দিন, মোঃ মুরাদ হোসেন মোড়ল, মোঃ নাজমুল শিকদার, মোঃ মহাসিন হাওলাদার, মোঃ কামাল হাওলাদার, মোঃ নাসির উদ্দিন, শাহজাহান ব্যাপারী, মোঃ নাদের আলী মুন্সী, মোঃ ইমরান হোসেন বাবু প্রমুখ।
অধ্যক্ষ আব্দুল আউয়াল আরো বলেন এ দেশ আমার। এ দেশ আপনার। ঢাবি, বুয়েট আমাদের, পড়ার অধিকার সবার। দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ সবার। মুসলিমদের পাশাপাশি সকল ধর্মের মানুষ এখানে নিরাপদ থাকবে এটাই স্বাভাবিক। সংখ্যালঘুদের নিয়ে যারা রাজনীতি করে তারাই হিন্দুদের মন্দিরে আক্রমণ চালায়।
তিনি বলেন, রকিব, হুদা ও আউয়াল কমিশনকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অবৈধ নির্বাচন বাতিল করতে হবে। অবৈধ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনতে হবে।
Leave a Reply