বিনোদন ডেস্ক : ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। জীবনটা নিজের শর্তে উপভোগ করেন এই অভিনেত্রী। ঠোঁটকাটা স্বভাব, সমাজের বাঁকা দৃষ্টিকে পাত্তা না দেওয়ায় বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি।
ব্যক্তিগত জীবনে অনেকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন স্বস্তিকা মুখার্জি। এ তালিকায় অন্যতম নাম হলো— সৃজিত মুখার্জি। বহু বছর আগে এ জুটির সম্পর্ক ভেঙেছে। সৃজিত বাংলাদেশের মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশীদ মিথিলার সঙ্গে ঘর বেঁধেছেন। দীর্ঘদিন পর প্রাক্তন সৃজিতের নির্দেশনায় ‘টেক্কা’ সিনেমায় কাজ করলেন স্বস্তিকা। এতে অভিনয় ও প্রযোজনাও করেছেন দেব। আগামী ৮ অক্টোবর মুক্তি পাবে এই সিনেমা। তার আগে আজ (১৩ সেপ্টেম্বর) মুক্তি পেল সিনেমাটির টিজার।
টিজার প্রকাশ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সৃজিত মুখার্জি, স্বস্তিকা মুখার্জি, দেব, রুক্মিনীসহ অনেকে। টিজারে একজন মায়ের চরিত্রে দেখা যায় স্বস্তিকা মুখার্জিকে। এসময় এ অভিনেত্রী বলেন, “এই সিনেমায় আরো একবার আমাকে ‘মা’ বানিয়েছে সৃজিত। চিত্রনাট্য নিয়ে আমার কাছে যখন আসে, তখনই স্পষ্ট জানাই এই বছর অনেকগুলো মায়ের চরিত্রে অভিনয় করেছি আর করব না। কিন্তু সৃজিতের সিনেমা বলে কথা আর অসম্ভব সুন্দর গল্প। তাই সিনেমাটাকে যদি সৃজিতের সন্তান মনে করি, তাহলে বলব, আমি যতবার মা হব, সৃজিত ততবার পিতা।”
আশাবাদ ব্যক্ত করে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘এই সিনেমায় আমাকে একজন লড়াকু মায়ের চরিত্রে দেখা যাবে। পৃথিবীতে যতরকম মা রয়েছেন প্রত্যেকের নিদর্শন হয়ে উঠছি আমি। এই সিনেমাতেও বেশ অন্যরকমভাবে সৃজিত আমার চরিত্রটা তৈরি করেছেন। আশা করি, দর্শকের পছন্দ হবে।’
ভারতীয় একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন স্বস্তিকা মুখার্জি। এ সময় জানতে চাওয়া হয় অনেক দিন পর সৃজিতের সঙ্গে কাজ করলেন। পরিচালক হিসেবে কতটা বদলেছেন? জবাবে স্বস্তিকা মুখার্জি বলেন, ‘এখন অনেকটা ঠান্ডা হয়েছে, বয়স হয়েছে তো! বেশ কিছু দৃশ্যে দেখলাম নিজেই ক্যামেরা চালাচ্ছে, তার মানে টেকনিক্যালি স্ট্রং হয়েছে। ও এখন বড় ক্যানভাসের সিনেমা ভালোই সামলাতে পারে। তবে এখনো আগেরই মতোই হাড় জ্বালিয়েছে সৃজিত। হুটহাট সিদ্ধান্ত নেওয়ায় এক্কেবারে মাস্টার।’
সৃজিত মুখার্জি ২০১৩ সালে ‘মিশর রহস্য’, ২০১৪ সালে ‘জাতিস্মর’, ২০১৮ সালে ‘শাহজাহান রেজেন্সি’ সিনেমা নির্মাণ করেন। এতে অভিনয় করেন স্বস্তিকা মুখার্জি। সিনেমা নির্মাণ করতে গিয়ে এই অভিনেত্রীর প্রেমে পড়েন সৃজিত। তখন পরমব্রত চ্যাটার্জির সঙ্গে মাত্র প্রেমের সম্পর্কের বিচ্ছেদ হয়েছে এই নায়িকার। এমন বিরহের দিনে প্রেমের পেয়ালা হাতে স্বস্তিকার পানে এগিয়ে যান সৃজিত মুখার্জি। যদিও তাতে দুজনের কেউই স্বস্তি পাননি। কারণ এই প্রেম বেশিদিন টেকেনি।
Leave a Reply