আমি মা হওয়ার অপেক্ষায় আছি : সামান্থা

প্রকাশিতঃ নভেম্বর ১২, ২০২৪, ১২:২৬

বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সামান্থা রুথ প্রভু অভিনীত টিভি সিরিজ ‘সিটাডেল: হানি বানি’। গত ৬ নভেম্বর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে এটি। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন এই অভিনেত্রী।

এ সিরিজে ‘হানি’ চরিত্রে অভিনয় করেছেন সামান্থা। গল্পে তার একটি কন্যা রয়েছে; যার নাম নাদিয়া। কন্যা চরিত্রে অভিনয় করেছে কাশভি মজুমদার। মা-মেয়ের অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন দর্শকরা। কয়েক দিন আগে সাক্ষাৎকার দিয়েছেন সামান্থা। পর্দার রসায়ন নিয়ে কথা বলতে গিয়ে সামান্থা জানান, বাস্তব জীবনে মা হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

সামান্থা রুথ প্রভু বলেন, ‘আমি সবসময়ই মা হতে চেয়েছি। সত্যি এটি অসাধারণ একটি অভিজ্ঞতা। আমি মা হওয়ার অপেক্ষায় আছি। মানুষ প্রায়ই বয়স নিয়ে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু আমি মনে করি, জীবনে এমন কোনো সময় নেই যখন মা হওয়া যায় না।’

পর্দার কন্যা কাশভির সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা জানিয়ে সামান্থা বলেন, ‘শিশুশিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা অসাধারণ। সে খুবই মেধাবী এবং সুন্দর। শুটিংয়ে মনে হয়েছে, আমি আমার কন্যার সঙ্গে কথা বলছি।’

ব্যক্তিগত জীবনে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সামান্থা। তেলেগু ভাষার ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমার সেটে প্রথম পরিচয় নাগা-সামান্থার। তারপরই প্রেমের সম্পর্কে জড়ান তারা। এরপর লুকিয়ে দীর্ঘদিন প্রেম করেন এই জুটি।

নাগা-সামান্থার প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনাও কম হয়নি। সব কিছুর অবসান ঘটিয়ে ২০১৭ সালের ৬ অক্টোবর ভারতের পর্যটন নগরী গোয়ার একটি রিসোর্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু সংসার জীবন সুখের হয়নি এ জুটির।

২০২১ সালে নাগা-চৈতন্যর সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়। সব জল্পনার অবসান ঘটিয়ে একই বছরের ২ অক্টোবর যৌথ এক বিবৃতিতে বিবাহ বিচ্ছেদের ঘোষণা দেন এই তারকা যুগল। কয়েক দিন আগে অভিনেত্রী শোভিতার সঙ্গে বাগদান সারেন নাগা। তবে এখনো একা জীবনযাপন করছেন সামান্থা রুথ প্রভু।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply