আবারও ৭ গোল দিলো জার্মানি

প্রকাশিতঃ নভেম্বর ১৭, ২০২৪, ১৪:৫২

ক্রীড়া ডেস্ক : উয়েফা নেশন্স লিগে শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল জার্মানি। অ্যাওয়ে ম্যাচে তাদের বিপক্ষে কষ্টার্জিত জয় পেলেও ঘরের মাঠে এবার গোলবন্যায় ভাসিয়েছে। বসনিয়াকে উড়িয়ে দিয়েছে ৭-০ গোলে। যা বর্তমান কোচ ইয়ুলিয়ান নাগেলসম্যানের আমলে সবচেয়ে বড় জয়। এর আগে ২০১৪ বিশ্বকাপে তারা ব্রাজিলের বিপক্ষে করেছিল ৭ গোল।

এই বড় জয়ে ‘এ৩’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত হয়েছে তাদের। আগেই নিশ্চিত করেছিল কোয়ার্টার ফাইনাল। ৫ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৩ পয়েন্ট। অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা নেদারল্যান্ডসের সংগ্রহ ৮ পয়েন্ট। ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে আছে বসনিয়া।

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে আরও একবার বিশ্ব ফুটবলের পাওয়ার হাউজ হওয়ার প্রচেষ্টায় আছে জার্মানি। সেই পথে তারা ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। নেশন্স লিগে এখনও তারা কোনো ম্যাচ হারেনি।

বসনিয়ার বিপক্ষে ম্যাচের ৯০ সেকেন্ডের মাথায়ই গোল পেয়ে যায় জার্মানি। এ সময় জশুয়া খিমিচের বাড়িয়ে দেওয়া ক্রসে মাথা লাগিয়ে বল জালে জড়ান জামাল মুসিয়ালা। ২৩ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন টিম ক্লাইনডিনস্ট। রবার্ট অ্যানড্রিচের বাড়িয়ে দেওয়া বল পেয়ে ডান পায়ের শটে বক্সের নিচের দিকের ডান কোণা দিয়ে জালে পাঠান।

৩৭ মিনিটে ব্যবধান ২-০ করেন কাই হাভার্টজ। এ সময় পাল্টা আক্রমণে ফ্লোরিয়ান উইর্টজ বল বাড়িয়ে দেন হাভার্টজকে। তিনি ডান পায়ের শটে বক্সের ডান কোণার নিচ দিয়ে জালে জড়ান।

বিরতির পর আরও চারটি গোল করে জার্মানি। ৫০ মিনিটে ফ্রি কিক পায় তারা। ফ্রি কিক থেকে ফ্লোরিয়ান গোল করে ব্যবধান ৪-০ করে ফেলেন। ৫৭ মিনিটে ফ্লোরিয়ান নিজের জোড়া গোল পূর্ণ করলে জার্মানি এগিয়ে যায় ৫-০ ব্যবধানে।

৬৬ মিনিটে পাল্টা আক্রমণে উঠে লিরয় সানেকে বল বাড়িয়ে দেন হাভার্টজ। বল পেয়ে বাম পায়ের শটে গোল করেন সানে। ৭৯ মিনিটে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার পরাজয়ের কফিনে শেষ পেরেকটি ঠুকেন ক্লাইনডিনস্ট। অ্যান্তোনিও রুদিগারের বাড়িয়ে দেওয়া বল পেয়ে খুব কাছ থেকে বাম পায়ের শটে জালে জড়িয়ে নিজের জোড়া গোল ও জার্মানির ৭-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন।

গ্রুপপর্বের শেষ ম্যাচে বুধবার দিবাগত রাতে হাঙ্গেরির মুখোমুখি হবে জার্মানি। অন্যদিকে বসনিয়া লড়বে শক্তিশালী নেদারল্যান্ডসের বিপক্ষে।

Leave a Reply