আফগানিস্তান সিরিজ শেষ মুশফিকের?

প্রকাশিতঃ নভেম্বর ৭, ২০২৪, ১৭:০০

ক্রীড়া ডেস্ক : সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে হারের ধাক্কা খেতে হয়েছে। এবার যুক্ত হয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমের ইনজুরি! আঙুলে চোট পাওয়ায় শেষ দুই ম্যাচে অনিশ্চিত অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার। বিসিবি অবশ্য এখন নিশ্চিত করে কিছু বলেনি।

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কিপিং করার সময়ই আঙুলে চোট পান মুশফিক। যে কারণে ব্যাটিংয়েও নিচের দিকে খেলেছেন। সাত নম্বরে নেমে ৩ বলে ১ রানই করতে পারেন তিনি। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন, ‘হ্যাঁ, সে চোট পেয়েছে। মনে হচ্ছে সেটা গুরুতরই। পরীক্ষা নিরীক্ষার পরই জানা যাবে কত দিনের জন্য সে ছিটকে যাচ্ছে। তবে এই মুহূর্তে যা মনে হচ্ছে, তাতে করে এই সিরিজে হয়তো তার খেলা হচ্ছে না।’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও জানিয়েছেন, মুশফিকের আঙুলের ইনজুরির কথা। তিনি জানিয়েছেন, ধারণা করা হচ্ছে মুশফিকের হেয়ারলাইন ফ্র্যাকচার। তবে পরীক্ষা নিরীক্ষার পরই সব কিছু নিশ্চিত হওয়া যাবে। শারজায় একই ভেন্যুতে পরের দুই ওয়ানডে ৯ নভেম্বর ও ১১ নভেম্বর।

Leave a Reply