ডেস্ক নিউজ : অবৈধ অস্ত্র এবং গুলি রাখার অপরাধে ২০০৭ সালে পুলিশের হাতে গ্রেপ্তার হয় আল আমিন ওরফে স্পেট আলামিন। অবৈধ অস্ত্র রাখার দায়ে আলামিনের বিরুদ্ধে তখন খানজাহান আলী থানায় একটি মামলা দায়ের হয়। দীর্ঘ শুনানী শেষে ওই মামলার রায়ে খুলনার বিজ্ঞ আদালত অবৈধ অস্ত্র রাখার অপরাধে ১০ বছর এবং বেআইনিভাবে গুলি রাখার অপরাধে ৭ বছর মোট ১৭ বছর সাজা দেয় আলামিনকে। আলামিন খান জাহান আলী থানাধীন যোগীপোল ইউনিয়নের জাব্দিপুর গ্রামের ৭নং ওয়ার্ডেের বাসিন্দা।
খানজাহানআলী থানা পুলিশ সূত্রে জানা যায়, দায়েরকৃত মামলায় আদালতের রায়ে সাজা ঘোষণার পর থেকে আলামিন পলাতক ছিলেন। রবিবার (২০ অক্টোবর) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ অভিযান চালিয়ে জাব্দীপুরের নিজ বাড়ি থেকে আলামিনকে গ্রেপ্তার করে।
Leave a Reply